নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন নিহত হয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ২টা ৩৫ মিনিটে কোচানির একটি জনপ্রিয় নাইটক্লাবে পপ কনসার্ট চলাকালে আগুন ছড়িয়ে পড়ে। বার্তাসংস্থা এপি জানিয়েছে, কনসার্টে আসা তরুণদের ব্যবহৃত আতশবাজি থেকে ছাদে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যেই পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে, ক্লাবের ভেতরে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। অনেকে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়ে, কেউ পুড়ে গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকদের মতে, অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।