বুথিডংয়ে সন্ত্রাসী আরাকান আর্মির প্রভাবে বৌদ্ধদের দাপট, অপহৃত দুই রোহিঙ্গা শিশু

বুথিডংয়ে সন্ত্রাসী আরাকান আর্মির প্রভাবে বৌদ্ধদের দাপট, অপহৃত দুই রোহিঙ্গা শিশু
বুথিডংয়ে সন্ত্রাসী আরাকান আর্মির প্রভাবে বৌদ্ধদের দাপট, অপহৃত দুই রোহিঙ্গা শিশু। ছবি: সংগৃহীত

বুথিডংয়ের এক গ্রাম থেকে দুই রোহিঙ্গা শিশুকে অপহরণ করেছে তিন বৌদ্ধ ব্যক্তি। পশ্চিম মিয়ানমারের আরাকান রাজ্যের বুথিডং শহরের ‘তিতু বোল’ গ্রামে এই ঘটনা ঘটে। অপহৃত শিশুরা বাড়ির জন্য কাঠ সংগ্রহ করছিল।

এক প্রতিবেদনে জানা যায়, ১১ বছর বয়সী আনুস এবং ১০ বছর বয়সী রোভিক গত বুধবার ঘর থেকে বের হয়েছিল। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে প্রতিবেদনে জানানো হয়, ওই দুই শিশুকে আরাকানের তিনজন বৌদ্ধ অপহরণ করেছে। তারা রাথিডং এলাকা থেকে নৌকায় করে এসে এই অপহরণ চালায়।

শিশুদের পরিবার বিষয়টি সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মিকে জানিয়েছে। তবে তিন দিন পেরিয়ে গেলেও সমস্যা সমাধানে কোন অগ্রগতি হয়নি। সন্ত্রাসী আরাকান আর্মির পক্ষ থেকে শুধু বলা হয়েছে, তারা তদন্ত করবে।

এদিকে সন্ত্রাসী আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসার পর থেকে বুথিডংয়ে বৌদ্ধদের আধিপত্য বাড়ছে। তারা রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। লুটপাট, হত্যা ও অপহরণের মতো ঘটনা ঘটলেও সন্ত্রাসী আরাকান আর্মি কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না। বরং তারা বৌদ্ধদের সহযোগিতা করছে, যাতে তারা রোহিঙ্গাদের ঘরবাড়িতে বসবাস করতে পারে।

সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণের পর থেকে বুথিডংয়ে রোহিঙ্গারা ব্যাপক দমন-পীড়নের মুখে রয়েছে। তাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অপহরণ করাসহ গ্রাম পুড়িয়ে দেওয়া, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অন্যান্য নির্যাতন ক্রমেই বাড়ছে। ফলে অনেক রোহিঙ্গা নিরাপত্তার খোঁজে বাংলাদেশ ও মালেশিয়ায় পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

আমাদের ফলো করুন