দখলদার ইসরায়েলি বাহিনী (আইডিএফ) এর তথ্যমতে, তারা শুক্রবার রাতে মধ্য সিরিয়ার দুটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। পালমিরা সামরিক বিমানবন্দর এবং কাছের টি-৪ বিমানঘাঁটিতে চালানো এই হামলায় দুইজন সিরীয় প্রতিরক্ষা কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
আইডিএফ জানায়, সাম্প্রতিক সময়ে ওই দুটি সামরিক স্থানে অস্ত্র ও অন্যান্য কৌশলগত তৎপরতা পর্যবেক্ষণের পর তারা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। ইসরায়েলি বিমান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সমন্বয়ে চালানো এই অভিযানে যুদ্ধবিমান ব্যবহার করা হয়। সামরিক সূত্রগুলো একে বিস্তৃত হামলা হিসেবে বর্ণনা করেছে।
ইসরায়েল দীর্ঘদিন ধরে সিরিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলার উদ্দেশ্য অস্ত্রভাণ্ডার ধ্বংস করা, যাতে সেগুলো শত্রু গোষ্ঠীর হাতে না পড়ে। তবে সিরিয়া বরাবরই এই হামলাগুলোকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে।
ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল জাতিসংঘ শান্তিরক্ষীদের তত্ত্বাবধানে থাকা বাফার জোনে তাদের সামরিক উপস্থিতিকে ‘অস্থায়ী ও প্রতিরক্ষামূলক’ বলেছিল। তবে সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে সৈন্যরা ‘অনির্দিষ্টকাল’ পর্যন্ত অবস্থান করবে।
সূত্র: টিই







