তালেবান সরকারের গোয়েন্দা সংস্থার প্রধান মোল্লা আবদুল হক ওয়াসিক ভারতের জনপ্রিয় ইসলামি বক্তা ও দাঈ ডা. জাকির নায়েকের সাথে সাক্ষাৎ করেছেন। তবে বৈঠকের উদ্দেশ্য বা স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ডা. জাকির নায়েক গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের একসাথে তোলা একটি ছবি শেয়ার করেন। তিনি এই বৈঠককে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করলেও, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাননি।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মুসলিম স্কলার ও ধর্মীয় নেতারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসছে। বিশেষ করে আফগানিস্তানে ইসলামি শাসনব্যবস্থা কেমন চলছে, তা নিয়ে আলোচনা করতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে মোল্লা ওয়াসিক ও ডা. নায়েকের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন মুসলিম বিদ্বান ও দীনী ব্যক্তিত্ব তালেবান নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং আফগানিস্তানে ইসলামি আইন বাস্তবায়নের বিষয়ে তাঁদের মতামত দিয়েছেন। অনেকেই তালেবান সরকারের নীতি ও কার্যক্রমের প্রশংসা করেছেন।
ডা. জাকির নায়েক বর্তমানে বিভিন্ন দেশে দাওয়াহ কার্যক্রম পরিচালনা করছেন এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী লেকচারার হিসেবে পরিচিত। তাঁর সাথে তালেবান গোয়েন্দা প্রধানের এই বৈঠক আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এইচআর







