আফগানিস্তানের খনিজ এবং তেল মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, শবরগান থেকে মাজার-ই-শরিফের গ্যাস পরিবহন প্রকল্প এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং প্রকল্পের অবশিষ্ট কাজ এ বছরের মধ্যে সম্পন্ন হবে।
খনিজ এবং তেল মন্ত্রণালয়ের মুখপাত্র হুমায়ুন আফগান নিশ্চিত করেছেন যে, পাইপলাইন স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে প্রযুক্তিগত পরীক্ষা চলছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্প থেকে উত্তোলিত গ্যাস মাজার-ই-শরিফের বাসিন্দাদের পাশাপাশি রসায়ন এবং কাঁচামাল উৎপাদনকারী কারখানাগুলোতেও বিতরণ করা হবে।
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল যে, ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি প্রতিদিন ১ লক্ষ ৭০ হাজার ঘনমিটার গ্যাস পরিবহন ক্ষমতা রাখে এবং এর মোট ব্যয় ৬০ কোটি আফগানি।
শবরগান থেকে মাজার-ই-শরিফে গ্যাস পরিবহন প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হিসেবে গণ্য হচ্ছে । আফগানের অর্থনীতিবিদরা এটি মাজার-ই-শরিফের কারখানাগুলোর উৎপাদন গতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।
সূত্র: এইচআর







