ফিলিস্তিনি অথোরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ গাজার বর্তমান সংকট ও ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রতিদ্বন্দ্বী দল হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, গাজায় হামাসের শাসন অব্যাহত থাকলে ভবিষ্যৎ সংঘাত ফিলিস্তিনিদের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারে।
ফাতাহ মুখপাত্র গাজা থেকে এএফপিকে পাঠানো এক বার্তায় বলেন, ‘হামাসকে গাজার শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।’ তিনি আরও বলেন, ‘হামাসের উচিত গাজার শাসন থেকে সরে দাঁড়ানো এবং বাস্তবতা স্বীকার করা যে, তাদের ক্ষমতায় থাকা ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’
গাজায় চলমান সংঘাতের মধ্যে ফাতাহ ও হামাসের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক মতবিরোধ আরও গভীরতর হচ্ছে। ফাতাহ গাজায় হামাসের একক নিয়ন্ত্রণের সমালোচনা করে বরাবরই বলছে যে, এটি ফিলিস্তিনিদের বৃহত্তর স্বার্থের জন্য ক্ষতিকর!
ফিলিস্তিনে দীর্ঘদিন ধরেই হামাস ও ফাতাহর মধ্যে মতাদর্শগত ও রাজনৈতিক বিরোধ চলমান। ২০০৭ সালে হামাস গাজা দখল করার পর থেকে অঞ্চলটি হামাসের শাসনাধীন রয়েছে। আর পশ্চিম তীর রয়েছে ফাতাহর নিয়ন্ত্রণে।
সূত্র: টিই







