টেকনাফে রোহিঙ্গাদের ট্রলারডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

টেকনাফে রোহিঙ্গাদের ট্রলারডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
টেকনাফে রোহিঙ্গাদের ট্রলারডুবি: নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

সম্প্রতি কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে তার মরদেহ শাহপরীর দ্বীপের উপকূলে ভেসে ওঠে। বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাচ্ছেন। নিহত সিপাহি বেলাল এই ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তবে তাঁর সাথে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের একটি ট্রলার ডুবে যায়। এ সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। তবে ওই উদ্ধার অভিযানের সময় বিজিবির সিপাহি মোহাম্মদ বেলাল নিখোঁজ হন।

পরবর্তীতে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয়রা টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়া নাফ নদীর মোহনায় ভাসতে থাকা চারটি মরদেহ দেখতে পান। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশুও রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মরদেহগুলো উদ্ধার করে।

আমাদের ফলো করুন