হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সম্প্রতি আফগান তালেবানের নেতা সিরাজুদ্দিন হাক্কানির বিরুদ্ধে ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও এফবিআইয়ের ওয়েবসাইটে পুরস্কারের তথ্য এখনও মুছে ফেলা হয়নি।

বর্তমানে তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজুদ্দিন হাক্কানি। ২০২৫ সালের ২০ মার্চ তালেবান মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়ার পরই হাক্কানির বিরুদ্ধে পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতার সরকারের ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এটিকে একটি ‘ইতিবাচক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, সদ্য মুক্তিপ্রাপ্ত মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে ২০২২ সালে আফগানিস্তানে তালেবান আটক করে।

তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই পদক্ষেপ বৈশ্বিক সম্পর্কের উন্নতি সাধনে সহায়ক হবে। যদিও ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

আমাদের ফলো করুন