তারিখ প্রদর্শন
লোগো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজকের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

এই ম্যাচে বিশেষ নজর কেড়েছেন ইশান কিশান। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচেই ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএল ইতিহাসের অন্যতম দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা।

সানরাইজার্সের হয়ে ট্রাভিস হেড ৩১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। একইভাবে হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি ও অভিষেক শর্মাও বেশ আগ্রাসী ইনিংস খেলে দলকে বিশাল সংগ্রহ এনে দেন। রাজস্থান রয়্যালসের বোলারদের কোনো সুযোগই দেননি এই ব্যাটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *