গাজার নাসের হাসপাতালে দখলদার ইসরায়েলের হামলা

গাজার নাসের হাসপাতালে দখলদার ইসরায়েলের হামলা
গাজার নাসের হাসপাতালে দখলদার ইসরায়েলের হামলা। ছবি: এএ

দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার দক্ষিণে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে দুই ফিলিস্তিনি শহিদ হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন ধরে যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শহিদদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা দ্বিতীয় ব্যক্তির মরদেহ পরে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে হাসপাতালের রোগী ও চিকিৎসা কর্মীরাও রয়েছেন। এ হামলায় হাসপাতালের সার্জারি বিভাগ বেশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়ে স্বীকারোক্তি দেয়।

নাসের হাসপাতাল দক্ষিণ গাজার অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। এখানে অনেক রোগী চিকিৎসাধীন ছিলেন। হামলায় ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার ৩৪টি হাসপাতাল ধ্বংস করেছে। ফলে সেগুলো কার্যত বন্ধ হয়ে গেছে।

এদিকে গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৬৭৪ ফিলিস্তিনি শহিদ এবং ১ হাজার ২৩৩ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু।

এই হামলা গাজার যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন। হামাস যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলো সত্ত্বেও ইসরায়েল চুক্তির দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানায়। বলা হয়, দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারে কট্টরপন্থীদের চাপের মুখে চুক্তি মানতে অস্বীকৃতি জানায়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ১ লাখ ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। নিখোঁজ রয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।

আমাদের ফলো করুন