রাজধানী ঢাকায় এবার ঈদ আরও আনন্দমুখর করতে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ঐতিহ্যবাহী ঈদ মিছিল পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি, নগরবাসীর জন্য দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করা হবে।
সোশ্যাল এক বার্তায় তিনি বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে ঈদ কেটে যায়। ঈদের জামাত ছাড়া কোনো কালেক্টিভ কর্মসূচি নেই। এবার থেকে আমরা এটি বদলাতে চাই।’
ঐতিহ্যবাহী ঈদ মিছিল ও মেলার আয়োজন
ঈদের নামাজের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এই মিছিল সুলতানি ও ব্রিটিশ আমলেও আয়োজিত হতো, যা এবার নতুনভাবে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরাতন মাঠ)। ঈদের নামাজের পরই ঈদ আনন্দ মিছিল বের হবে, যা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। দিনব্যাপী চলবে ঈদ মেলা, যেখানে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন।
ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান রেখে আয়োজন
এই আয়োজনের কোন অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করবে এমন কিছু থাকবে না বলে আশ্বস্ত করেছেন আয়োজকগণ। এটি সম্পূর্ণ পরিবার-বান্ধব ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এক আয়োজন হবে।
নগরবাসীকে অংশগ্রহণের আহ্বান
নতুন এই উদ্যোগ সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘আসুন, নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের ঈদ আনন্দ ভাগাভাগি করি। এবারের ঈদটা একসাথে উদযাপন করি। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।’
নগরবাসী এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং অনেকেই এতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আয়োজকগণ আশা করছেন, এটি ঈদ উদযাপনের একটি নতুন ধারা হয়ে উঠবে, যা ঢাকার নাগরিকদের জন্য উৎসবের এক নতুন মাত্রা যোগ করবে।







