নিউজনেস্ট

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার উঁচু) শৃঙ্গে আরোহণের উদ্দেশ্যে নেপাল যাচ্ছেন পর্বতারোহী ডা. বাবর আলী। গত ২৪ মার্চ তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন।

এর আগে বাবর আলী ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (৮,৮৪৯ মিটার) এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে (৮,৫১৬ মিটার) সফলভাবে আরোহণ করেন। এবার তার লক্ষ্য, নেপালের গণ্ডকী প্রদেশে অবস্থিত বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ জয় করা।

অন্নপূর্ণা-১ পর্বতটি বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ হিসেবে পরিচিত, যেখানে তুষারধসের প্রবণতা এবং প্রতিকূল আবহাওয়া পর্বতারোহীদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করে। বাবর আলীর এই দুঃসাহসিক অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।

অভিযানের পরিকল্পনা

বাবর আলী নেপালের রাজধানী কাঠমান্ডু হয়ে পোখারা যাবেন। সেখান থেকে তাতোপানি হয়ে চারদিনের ট্রেকিং শেষে তিনি অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে যাবেন। মূল অভিযানের জন্য তিনি সেখানে কয়েকদিন উচ্চতায় অভিযোজন করবেন এবং আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিলের শেষের দিকে চূড়ায় আরোহণের চেষ্টা করবেন।

এ বিষয়ে বাবর আলী বলেন, ‘আমি বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এভারেস্ট ও লোৎসে অভিযানের পর অন্নপূর্ণা-১ সেই স্বপ্নের পথে আরেকটি ধাপ। দেশের জন্য নতুন এক দিগন্ত উন্মোচনের আশা করছি।’

পর্বতারোহণপ্রেমীরা তার এই অভিযানের সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে চলেছেন ডা. বাবর আলী। যদি তিনি সফল হন, তবে এটি হবে বাংলাদেশের জন্য একটি গৌরবের মুহূর্ত।

ক্রীড়া ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত