আইপিএল মানেই উত্তেজনা, আর সেই উত্তেজনার অন্যতম কারিগর মহেন্দ্র সিং ধোনি। বয়স বাড়লেও ধোনির ক্ষিপ্রতা যেন আগের মতোই রয়ে গেছে। গতকাল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ধোনি আবারও তার অতুলনীয় উইকেটকিপিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। এক মুহূর্তের ঝলকানিতে বিদ্যুৎগতিতে স্টাম্পিং করে তিনি সাজঘরে পাঠিয়েছেন মুম্বাইয়ের তারকা ব্যাটসম্যান এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে।
ধোনির স্টাম্পিং: ০.১২ সেকেন্ডের জাদু
মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের ১১তম ওভারে চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদের একটি ফ্লাইটেড ডেলিভারি মোকাবেলা করতে গিয়ে সামান্য এগিয়ে আসেন সূর্যকুমার যাদব। তবে বল তার ব্যাট ছুঁয়ে না গিয়ে সোজা চলে যায় ধোনির গ্লাভসে। এর পর যা ঘটল, সেটি ছিল একেবারে ধোনি-ময় মুহূর্ত!
এক সেকেন্ডেরও কম সময়ে বেল পড়ে যায়—ধোনি ক্ষিপ্র গতিতে স্টাম্প উপড়ে দেন সূর্যকুমারের পা মাটিতে ছোঁয়ানোর আগেই। ততক্ষণে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই ব্যাটসম্যান বুঝে গেছেন তার ইনিংস শেষ। ২৬ বলে ২৯ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে।
এই স্টাম্পিং দেখে ধারাভাষ্যকাররাও রীতিমতো অবাক! কেউ কেউ বলছেন, ‘বয়স শুধু সংখ্যা মাত্র!’ সামাজিক মাধ্যমে ধোনির এই স্টাম্পিংয়ের ভিডিও খুব দ্রুতই ভাইরাল হয়েছে। ক্রিকেটপ্রেমীরা প্রশংসায় ভাসিয়েছেন ৪৩ বছর বয়সী এই কিংবদন্তিকে।
ধোনির এই ঝলমলে পারফরম্যান্সই প্রমাণ করে, উইকেটকিপিংয়ে তার বিকল্প এখনো তৈরি হয়নি। বয়সের বাধা অগ্রাহ্য করে তিনি এখনো ক্রিকেটবিশ্বকে উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক অবিশ্বাস্য মুহূর্ত।
আইপিএল ২০২৫ মৌসুমে চেন্নাই সুপার কিংস দারুণ সূচনা করেছে, আর ধোনির এই স্টাম্পিং দলকে আরও উজ্জীবিত করেছে। ভক্তরা এখন তাকিয়ে আছেন, এই টুর্নামেন্টে ধোনি আরও কী চমক দেখান!