আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়িয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল ২৩ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন ঘোষণা অনুযায়ী, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। এসব খাতে নিয়োজিত কর্মী এবং চিকিৎসকরা নিয়মিত কাজ চালিয়ে যাবেন।







