টানা বর্ষণে গাজার শরণার্থী শিবিরগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাজারো ফিলিস্তিনির তাঁবু। আশ্রয়হীন নিরীহ এসব মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।
ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, দখলদার ইসরায়েল টানা তিন সপ্তাহ গাজার সব সীমান্ত বন্ধ করে রেখেছে। ফলে কোন ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। এদিকে খাদ্য ও ওষুধের তীব্র সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রচণ্ড ঠান্ডার সাথে টানা বৃষ্টি ও ইসরায়েলি হামলার মধ্যে হাজারো মানুষ দুঃসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। তাদের কাছে পর্যাপ্ত খাবার, ওষুধ বা কোন থাকার জায়গা নেই।
ইউএনআরডব্লিউএ বলছে, এই অবস্থা থেকে মুক্তি দিতে হলে ইসরায়েলকে অবশ্যই সীমান্ত খুলতে হবে। পাশাপাশি মানবিক সহায়তা ও আশ্রয়ের সামগ্রী প্রবেশের সুযোগ দিতে হবে।
উল্লেখ্য, গত মার্চের শুরুতে গাজায় ৪২ দিনের যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়। এরপর ইসরায়েল আবার সীমান্ত বন্ধ করে দেয় এবং বেসামরিক মানুষের ওপর হামলা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৬৭৩ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। শহিদদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: এএ