আফগানিস্তানের টর্কহাম সীমান্ত, যা গত এক মাস বন্ধ থাকার পর গত বুধবার শুধুমাত্র কার্গো-ট্রাকের জন্য খুলেছিল, গতকাল শনিবার থেকে তা যাত্রীদের জন্যও সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়েছে।
নাঙ্গারহরের উপ-গভর্নর আজিজুল্লাহ মুস্তফা টোলো নিউজ-কে জানিয়েছেন, আফগানিস্তানের ডুরান্ড লাইন এলাকায় নির্মাণ কাজ চলার কারণে পাকিস্তান সীমান্তটি বন্ধ করেছিল। এখন নির্মাণ কাজ শেষ হওয়ায় সীমান্তটি সব ধরনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
মুস্তফা জানান, এখন থেকে যাত্রীদের জন্য রাস্তাটি খুলে দেওয়া হয়েছে এবং ট্রানজিট কার্যক্রম চলছে। ইসলামি ইমারাত দুই দেশের জনগণ ও ব্যবসায়ীদের ক্ষতি এড়াতে এই পথটি বন্ধ না করার চেষ্টা করছে।
তবে সীমান্ত পুনরায় খোলার পর যাত্রী এবং ব্যবসায়ীরা আরও ভালো সুবিধা এবং স্থায়ীভাবে সীমান্ত খোলার দাবি জানিয়েছেন। কাশিফ করিম নামক এক যাত্রী বলেন, ‘এটি বন্ধ থাকায় আমাদের অনেক সমস্যা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ব্যবসায়ীরা দুই দেশের সরকারের কাছে এই সীমান্তকে রাজনৈতিক জটিলতা থেকে আলাদা করে, দ্রুত স্থায়ীভাবে খোলা রাখার অনুরোধ করেছেন। চেম্বার অব কমার্স জানায়, এই ক্রসিংটি এক মাস বন্ধ থাকার ফলে ব্যবসায়ীরা প্রায় ৭০ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: টিএন
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link