নিউজনেস্ট

কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে একমত কাবুল ও ইসলামাবাদ

কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে একমত কাবুল ও ইসলামাবাদ
কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে একমত কাবুল ও ইসলামাবাদ। ছবি: ডন

পাকিস্তান ও আফগানিস্তান তাদের কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা এবং পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের বিষয়ে চলমান চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে।

গত শনিবার কাবুলে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। নিরাপত্তাজনিত কারণে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করাই এ সফরের মূল লক্ষ্য। তিন দিনের এই সফরের অংশ হিসেবে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে যৌথ বৈঠক ও প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে।

বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বিশেষভাবে উল্লেখ করেন যে, বাণিজ্যের বাধাগুলোকে অন্য বিরোধের সঙ্গে সংযুক্ত করা উচিত নয়।

বৈঠকের পর এক্স-এ এক পোস্টে সাদিক জানান, দুই দেশ সম্পর্ক জোরদারে উচ্চ পর্যায়ের যোগাযোগ ও সংলাপ বাড়াতে সম্মত হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের সাথে স্থায়ী ও পারস্পরিক উপকারী সম্পর্ক বজায় রাখতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

শেখ আফজাল হোসেন
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত