নিউজনেস্ট

দখলকৃত হাইফায় ফিলিস্তিনির হামলায় এক ইসরায়েলি নিহত

দখলকৃত হাইফায় ফিলিস্তিনির হামলায় এক ইসরায়েলি নিহত
দখলকৃত হাইফায় ফিলিস্তিনির হামলায় এক ইসরায়েলি নিহত। ছবি: সংগৃহীত

ইসরায়েলের দখলকৃত হাইফায় এক ফিলিস্তিনি নাগরিকের হামলায় এক ইসরায়েলি নিহত ও আরো এক সেনা গুরুতর আহত হয়েছে।

সোমবার সকালে উত্তরাঞ্চলীয় একটি মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ব্যক্তি মোশে হোরান (৮৫), যিনি কিবুৎজ হাজোরিয়ার বাসিন্দা। হিব্রু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তার ৫১ বছর বয়সী ছেলে গাড়িতে তার পাশে ছিলেন। ফিলিস্তিনি ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালালে হোরান নিহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষ পরে হামলাকারীর পরিচয় প্রকাশ করে। তিনি কারেম জাবারিন, ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি, যিনি ইসরায়েলি নাগরিকত্ব পেয়েছিলেন এবং আরব-সংখ্যাগরিষ্ঠ শহর মা’আলে আয়রনের বাসিন্দা।

শেখ আফজাল হোসেন
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত