তালেবানের হাতে পরাজয়ের পর প্রথমবারের মতো কাবুল সফর করেছে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধি দল। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেছেন মার্কিন দূত জালমে খলিলজাদ। গত বৃহস্পতিবার ২১ মার্চ কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয় ছিল বন্দি বিনিময় এবং কনসুলেট কার্যক্রম পুনরায় চালু করা।
২০২১ সালে তালেবানের কাছে শোচনীয় পরাজয়ের পর আফগানিস্তান ছাড়তে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। তখন দীর্ঘ দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসে। মার্কিন সেনারা তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়লেও এখন কাবুলেই বৈঠক করতে এসেছে তাদের প্রতিনিধি দল।
বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র একটি কূটনৈতিক সফর নয়, বরং আফগানিস্তানের বর্তমান বাস্তবতা মেনে নেওয়ার একটি পদক্ষেপ। তালেবান সরকার দৃঢ় অবস্থানে থাকায় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সাথে সম্পর্ক স্থাপনের প্রয়াস চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
কাবুলে অনুষ্ঠিত বৈঠকে মূলত বন্দি বিনিময় এবং আফগানিস্তানে মার্কিন কনসুলেট কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আটক থাকা তাদের নাগরিকদের মুক্তির জন্য তারা তালেবান সরকারের সাথে সমঝোতায় আসতে চায়। অপরদিকে তালেবান নেতারা বলছেন, তারা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার পক্ষে, তবে তা হবে নিজেদের শর্তেই।
তালেবান সরকার বরাবরই বলে আসছে, তারা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে শাসন পরিচালনা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক গড়তে প্রস্তুত। তবে তারা কোন ধরনের চাপ বা দখলদার নীতিকে প্রশ্রয় দিবে না।







