আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ১৯৬টি অগ্নিনির্বাপণ যান পুনর্নির্মাণ করে আবারও কার্যক্রমে ফিরিয়ে আনা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো, জরুরি যেকোন পরিস্থিতিতে জনসেবায় এগিয়ে যাওয়ার সক্ষমতা আরও জোরদার করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব যানবাহনের মধ্যে রয়েছে ফায়ার ট্রাক, দ্রুত প্রতিক্রিয়া জানানো যান (Rapid Response Vehicle (RRV) ও অ্যাম্বুলেন্স। এগুলো রাজধানীসহ বিভিন্ন প্রদেশের অগ্নিনির্বাপণ কেন্দ্রের জন্য ছিল। অভিজ্ঞ প্রযুক্তিবিদদের সহায়তায় এগুলো পুনরায় চালু করা হয়েছে।
পুনর্নির্মাণ করা যানবাহনগুলো সংশ্লিষ্ট প্রশাসনিক ও অপারেশনাল সংস্থাগুলোর মধ্যে বিতরণ করা হয়েছে। এর ফলে ফায়ার সর্ভিস কার্যক্রমের দক্ষতা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত এগিয়ে যাওয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে।
এদিকে দেশটির সাধারণ নাগরিকরা ফায়ার সর্ভিস কর্মীদের দক্ষতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন, এসব বাহিনী কার্যকর ভূমিকা রাখছে এবং অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সহায়ক হচ্ছে।
সূত্র: এইচআর







