কক্সবাজারে ৬০ জোড়া সামরিক পোশাকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব পোশাক মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির জন্য তৈরি করা হচ্ছিল। গত রোববার বিকেলে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), একই ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী মিনুয়ারা আক্তার (৩৩) এবং একই ইউনিয়নের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়। আটক ব্যক্তিদের থেকে ৬০ জোড়া সামরিক পোশাক, ৩৫ হাজার টাকা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পালিয়ে যান, যিনি এই কার্যক্রমের মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা সন্ত্রাসী আরাকান আর্মির জন্য এসব ইউনিফর্ম তৈরি করতেন। এসব পোশাক সন্ত্রাসী গোষ্ঠীটির সদস্যদের হাতে তুলে দেওয়া হতো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক জানান, আটক তিনজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক নুর মোহাম্মদকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এদিকে র্যাব জানিয়েছে, আরাকান আর্মি বা অন্য কোন সন্ত্রাসী গোষ্ঠীর জন্য কোন ধরনের সহযোগিতা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।







