‘লাভ জিহাদ’ ইস্যুতে মুসলিমদের বিরুদ্ধে নারী পাচারের দাবী উগ্র হিন্দুত্ববাদীদের

'লাভ জিহাদ' ইস্যুতে মুসলিমদের বিরুদ্ধে নারী পাচারের দাবী উগ্র হিন্দুত্ববাদীদের
'লাভ জিহাদ' ইস্যুতে মুসলিমদের বিরুদ্ধে নারী পাচারের দাবী উগ্র হিন্দুত্ববাদীদের। ছবি: সংগৃহীত

ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে তথাকথিত ‘লাভ জিহাদ’ তত্ত্ব প্রচার করে আসছে। এবার তাদের নতুন দাবি, ভারতীয় হিন্দু মেয়েদের মুসলিম পুরুষেরা প্রতারণার ফাঁদে ফেলে দুবাইয়ে পাচার করছে। এই অভিযোগ তুলেছে ‘রিপোর্ট ভারত’ নামের একটি সংবাদমাধ্যম। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত একটি মিথ্যা প্রচারণা, এর মাধ্যমে মুসলিমবিদ্বেষ উসকে দেওয়া হচ্ছে।

সাংবাদিক অশোক ভরতি সম্প্রতি দুবাই গিয়ে দাবি করেছেন, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু মেয়েদের নিয়ে দেহব্যবসায় নামানো হচ্ছে। এই মেয়েরা মূলত উত্তরাখণ্ড ও দিল্লি থেকে আসছেন এবং তাদেরকে হোটেল ও ড্যান্স হলগুলোতে কাজ করতে বাধ্য করা হচ্ছে।

প্রতিবেদনে ২০২১ সালের পাঁচজন পাঞ্জাবি মেয়ে এবং ২০২০ সালের হায়দরাবাদের ১২ জন নারী পাচারের ঘটনা তুলে ধরা হয়েছে। যদিও হায়দরাবাদের ওই ঘটনাটিতে একজন ভারতীয় ট্র্যাভেল এজেন্ট জড়িত ছিলেন, তথাপি এটি মুসলিমদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘লাভ জিহাদ’ নামক একটি ভিত্তিহীন তত্ত্বের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। কেননা এই অভিযোগের সত্যতা নিয়ে কোন সরকারি সংস্থা কোন মন্তব্য করেনি। তাছাড়া নারী পাচার একটি বৈশ্বিক সমস্যা, যা ভারতীয় নারীদেরও প্রভাবিত করে। তবে একে সাম্প্রদায়িক রঙ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের গল্প প্রচার করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোই হচ্ছে তাদের মূল এজেন্ডা। যার মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করছে।

তথাকথিত ‘লাভ জিহাদ’-এর গল্প বানিয়ে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। নারীদের পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি, তবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর মিথ্যা অভিযোগ চাপিয়ে বিদ্বেষ ছড়ানো আরও ভয়াবহ সমস্যা তৈরি করতে পারে। তাই এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সচেতন হওয়া দরকার।

আমাদের ফলো করুন