আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় পাকতিয়া প্রদেশের জুরমাত জেলায় ১৬৯টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন শুরু করেছে। এসব প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২৩৬ মিলিয়ন আফগানি।
উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দাজা বলেন, সরকার সমন্বিত উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ । ইমারত সরকার বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই প্রকল্পগুলোর আওতায় গ্রামীণ সড়ক, সেতু, জলাধার, প্রতিরক্ষামূলক দেয়াল এবং খাল খননের কাজ করা হবে। এগুলো স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জুরমাত জেলার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে এবং তাদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ইমারাত ইসলামিয়া বিশেষভাবে সেই অঞ্চলগুলোর উন্নয়নে মনোযোগ দিচ্ছে। কেননা, এই অঞ্চলগুলো গত কয়েক দশক ধরে যুদ্ধের ক্ষত বহন করছে। এইসব এলাকার জনগণের চাহিদা মেটাতে সরকার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: এইচআর







