এএফসি এশিয়ান কাপ সৌদি আরব ২০২৭ বাছাইপর্বের ফাইনাল রাউন্ডের ‘গ্রুপ-সি’র ম্যাচে ভারত ও বাংলাদেশ ০-০ গোলে ড্র করেছে। উভয় দলই ড্রয়ের ফলে খানিকটা হতাশ। জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত মঙ্গলবারের এই ম্যাচে দু’দলই সুযোগ তৈরি করলেও কেউই গোল করতে পারেনি।
ভারত ম্যাচে নেমেছিল আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে। সম্প্রতি তারা মালদ্বীপের বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল, যেখানে অধিনায়ক সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেছিলেন। অন্যদিকে লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন।
ম্যাচের নবম মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ তৈরি করে, যখন শাহরিয়ার ইমন তপু বর্মনের ক্রসে শট নিলেও তা পোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর ভারতের গোলরক্ষক বিশাল কৈথ বল ধরতে ব্যর্থ হলে হৃদয়ের সামনে সুযোগ আসে, তবে সুভাষিষ বস গুরুত্বপূর্ণ এক ক্লিয়ারেন্স করে দলকে রক্ষা করেন।
ভারত ৩৫তম মিনিটে পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু লিস্টন কোলাসোর দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি। এরপর তিনি কর্নার কিক থেকে সরাসরি গোলের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।
৬১তম মিনিটে বিশাল কৈথ ভুল করে বল হারান, কিন্তু সুভাষিষ বস আবারও দুর্দান্ত এক ক্লিয়ারেন্সে ভারতকে রক্ষা করেন। ৭৩তম মিনিটে ছেত্রীর সেট-আপ থেকে বস গোল করার সুবর্ণ সুযোগ পেলেও ব্যর্থ হন। ৮৪তম মিনিটে ছেত্রী নিজেও গোলের সামনে থেকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।
বাংলাদেশের সামনে ৮৯তম মিনিটে জয়ের সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু কৈথ এক অসাধারণ সেভ করে ভারতকে রক্ষা করেন। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয় এবং উভয় দলকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়।
ভারত তাদের পরবর্তী ম্যাচে ১০ জুন হংকংয়ের মুখোমুখি হবে, অন্যদিকে বাংলাদেশ লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে।