আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েল বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ কেটে দিয়ে গাজায় পানি সরবরাহ কার্যত বন্ধ করে দিয়েছে। সংস্থাটি দ্রুত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
সংস্থার কর্মকর্তা পাওলা নাভারো বলেন, ‘গাজার মানুষ বিশুদ্ধ পানির অভাবে চরম সংকটে রয়েছে। তাদের কেউ দূষিত পানি পান করছে। আবার অনেকের কাছে সেটাও নেই।’ চিকিৎসক কিয়ার লোডি জানান, পর্যাপ্ত পানি না থাকায় শিশুরা চর্মরোগে ভুগছে, যা তাদের মারাত্মক কষ্টের সম্মুখীন করছে।
সংস্থাটি জানায়, খান ইউনুসে বিশুদ্ধ পানির অভাবে হেপাটাইটিস, ডায়রিয়া ও গর্দা রোগের প্রকোপ বেড়েছে। তারা সতর্ক করেছে, গাজার জ্বালানি পুরোপুরি শেষ হলে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে।
দখলদার ইসরায়েল ২ মার্চ থেকে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে। ৯ মার্চ থেকে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েলের হামলায় ৭৯২ ফিলিস্তিনি শহিদ ও ১ হাজার ৬৬৩ জন আহত হয়েছেন। এছাড়া ১ লাখ ২৪ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের এই ‘অমানবিক অবরোধ’ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে গাজায় পানি, বিদ্যুৎ ও মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করতে হবে।
সূত্র: এএ







