আলীগড়ে বিনা কারণে শতাধিক মুসলিম পরিবারকে উচ্ছেদের নোটিশ

আলীগড়ে বিনা কারণে শতাধিক মুসলিম পরিবারকে উচ্ছেদের নোটিশ
আলীগড়ে বিনা কারণে শতাধিক মুসলিম পরিবারকে উচ্ছেদের নোটিশ। ছবি: এমএম

উত্তরপ্রদেশের আলীগড়ের চিলকোরা গ্রামে শতাধিক মুসলিম পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে হিন্দুত্ববাদী স্থানীয় প্রশাসন। হুমকি দেওয়া হয়েছে, ঈদের পর ১৫ দিনের মধ্যে ঘর না ছাড়লে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হবে ।

ঈদের আগে এমন নোটিশ পেয়ে অসহায় মুসলিম পরিবারগুলোর আনন্দ সব ম্লান হয়ে গেছে। আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নির্দিষ্ট কোন কারণ জানানো হয়নি।

পরিবারগুলোর দাবি, তারা এই এলাকায় ৫০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। গত বৃহস্পতিবার তারা জেলা প্রশাসকের কাছে গিয়ে তাদের জমির মালিকানা সংক্রান্ত দলিল ‘বায়নামা’ জমা দিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়গুলোতে উত্তরপ্রদেশসহ বিজেপি শাসিত অন্যান্য রাজ্য— মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, গুজরাট ও আসামে মুসলিমদের ঘরবাড়ি ও দোকানে বুলডোজার চালানোর ঘটনা রীতিমতো ঘটেছেই চলেছে।

চিলকোরা গ্রামের মানুষ এখন উৎকণ্ঠার মধ্যে দিন গুনছেন। ১৫ দিনের সময়সীমা শেষ হলে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে উদ্বেগে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

আমাদের ফলো করুন