আফগানিস্তানের হেরাত প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরের প্রথম বাণিজ্যিক চালান ইউরোপে রপ্তানি করা হয়েছে। এতে ২০০ টন শুকনো ফল রয়েছে। এ সমস্ত পণ্য খাওফ-হেরাত রেলপথের মাধ্যমে পাঠানো হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, এই চালানের বাজারমূল্য প্রায় ১২ লাখ ডলার। এটি ইরান হয়ে তুরস্ক ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।
এই চালানের মধ্যে রয়েছে পেস্তা, কিশমিশ, বাদাম ও চিলা বাদাম। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে এগুলো রপ্তানির আগে প্রক্রিয়াজাত করা হয়েছে।
হেরাতের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন মাসে এই রেলপথ ব্যবহার করে ৩৫ হাজার টনের বেশি পণ্য বাইরের বিভিন্ন দেশগুলোতে পরিবহন করা হয়েছে।
এদিকে আফগানিস্তানের সরকার দেশের রেলপথ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সম্প্রতি হেরাত-কান্দাহার রেলপথ নির্মাণের জন্য জরিপ ও নকশার কাজ শুরু হয়েছে।
সূত্র: এইচআর







