মায়ানমারের সেনাবাহিনীর গোলাবর্ষণে আরাকান রাজ্যের একটি গ্রামে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার সকালে জান্তা নৌবাহিনীর সদস্যরা আরাকান রাজ্যের কিয়াউকফিউ এলাকার ‘জিন চং খুন বোই’ গ্রামে তিনটি গোলা নিক্ষেপ করে। এর মধ্যে একটি ধর্মীয় উপাসনালয়ে আঘাত হানে, অন্য দুটি বসতবাড়ির ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় গণমাধ্যম ‘নারিঞ্জারা নিউজ’ জানায়, আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু ও ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। গোলাবর্ষণের ফলে ধর্মীয় উপাসনালয়টি ধ্বংস হয়ে যায়। এছাড়া আশপাশের বেশ কিছু ঘরবাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরাকান রাজ্য বর্তমানে মায়ানমার সেনাবাহিনী ও সন্ত্রাসী আরাকান আর্মির মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দু। সন্ত্রাসী এই গোষ্ঠীটি রাজ্যের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে ১৭টির মধ্যে ১৪টি শহরের নিয়ন্ত্রণ এখন সন্ত্রাসী আরাকান আর্মির হাতে চলে গেছে।
এই সংঘাতের কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন। এদিকে ২০১৭ সালে মায়ানমার সেনাবাহিনীর পরিচালিত গণহত্যার সময় প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। বর্তমানে চলমান এই সংঘাত তাদের আরও বিপদের মুখে ফেলেছে।
সূত্র: এএনএ







