কাবুল-ইসলামাবাদ বাণিজ্যে ধস, ৮ মাসে লেনদেন কমেছে ৬৬%

কাবুল-ইসলামাবাদ বাণিজ্যে ধস, ৮ মাসে লেনদেন কমেছে ৬৬%
কাবুল-ইসলামাবাদ বাণিজ্যে ধস, ৮ মাসে লেনদেন কমেছে ৬৬%। ছবি: এআই

কাবুল ও ইসলামাবাদের মধ্যে ট্রানজিট ও বাণিজ্য চলতি বছরের গত আট মাসে ৬৬% কমে গেছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের দ্য নেশন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুমান করা হচ্ছে, এ সময়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৪৮৯ বিলিয়ন ডলার কমে যাবে।

সূত্রের তথ্য অনুযায়ী, এই পতনের মূল কারণ পাকিস্তানের আরোপিত আমদানি নিষেধাজ্ঞা। এছাড়া বিশ্লেষকদের মতে, তোর্খাম সীমান্ত এবং অন্যান্য বাণিজ্য পথ বন্ধ থাকাও বাণিজ্য হ্রাসের অন্যতম কারণ।

উল্লেখ্য, পাকিস্তান মাঝে মাঝে বাণিজ্যকে আফগানিস্তানের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তবে এর প্রকৃত ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ জনগণ। যেটার প্রভাব ইসলামাবাদের অর্থনীতির উপরও পড়ে।

আমাদের ফলো করুন