গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ইনভেস্ট সামিট ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চারটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
গতকাল সোমবার ৭ই এপ্রিল সারাদেশে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া শহরে বিক্ষোভের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় বাটা শোরুম, কেএফসি রেস্তোরাঁসহ বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘাতের সময় কিছু উসকানিদাতা সুযোগ নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্ষতি করে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ নিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকার বলছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিক্ষোভের নামে কোন সহিংসতা বরদাশত করা হবে না।







