আজ থেকে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ১০৪ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
ক্যারোলিন লেভিত জানান, ওয়াশিংটনে বুধবার থেকেই চীনা পণ্যের ওপর এই বাড়তি শুল্ক কার্যকর হবে। এর আগে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে, যার মধ্যে চীনকে দেয়া হয় ৩৪% শুল্ক, যা পূর্বে ছিল ২০%।
এর প্রতিক্রিয়ায় চীন গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর চীন ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
এই শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।
শেখ আফজাল হোসেন
- শেখ আফজাল হোসেন#molongui-disabled-link
- শেখ আফজাল হোসেন#molongui-disabled-link
- শেখ আফজাল হোসেন#molongui-disabled-link
- শেখ আফজাল হোসেন#molongui-disabled-link