বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এই রোহিঙ্গারা আটক হন।
গতকাল মঙ্গলবার ৮ই এপ্রিল দুপুরে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা নজরে আসে। এরপর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ ওই নৌকা থামিয়ে তল্লাশি চালায়। এতে ২১৪ জন রোহিঙ্গা যাত্রীকে আটক করা হয়। তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু ছিল।
নৌবাহিনী জানিয়েছে, আটকৃতদের সকলেই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক। তাদের নৌকা শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল।
নৌকাটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে চলছিল। কারণ, এতে ছিল না প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য, পানি বা সুরক্ষা ব্যবস্থা। নৌবাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে একটি বড় মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আটককৃতদের পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের জান্তা বাহিনী এবং সন্ত্রাসী আরাকান আর্মির মাঝে দীর্ঘদিন ধরেই সংঘর্ষ চলে আসছে। এরই মধ্যে আরাকান রাজ্যের অধিকাংশ অঞ্চল আরাকান আর্মির দখলে চলে গেছে। সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতনে রোহিঙ্গারা নিজ বাসভূমিতে আরো কোণঠাসে হয়ে পড়েছেন। ফলে নিজেদের জীবন বাঁচাতে ও একটু সুখের ছোঁয়া পাবার আশায় নানান ঝুঁকিপূর্ণ যাত্রায় জীবনকে লেলিয়ে দিচ্ছেন। এসব যাত্রায় যেমন ভবিষ্যতের অনিশ্চয়তা বাড়ছে, তেমনি রয়েছে জীবনের ঝুঁকি।







