ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামোড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে মুরাদ মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের জমি রয়েছে, যেখানে তারা সবজি চাষ করেন। ওই দিন সকালে তিনি ক্ষেতে কাজ করতে যান। বিকেলে তার স্বামী লিচু গাছে পানি দিয়ে জমি দেখার কথা বলে বের হন। কিন্তু দীর্ঘক্ষণ পরেও তিনি আর ফিরে আসেননি।
রত্না বেগম বলেন, ‘বিকেল ৫টার দিকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজার পর একজন ফোন করে জানায়, বিএসএফ মুরাদকে ধরে নিয়ে গেছে। আমি আশপাশের অনেক জায়গায় খবর দেই, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। পরে এক শিশু এসে জানায়, সীমান্তে তাকে নির্যাতন করে ফেলে রাখা হয়েছে।’
এ ঘটনা সীমান্ত অঞ্চলে আবারও ভারতীয় বাহিনীর নিষ্ঠুরতার চিত্র ফুটিয়ে তুলেছে। বছর পর বছর ধরে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের এমন নির্মমভাবে হত্যা করে আসছে—কখনো কোনো অভিযোগ ছাড়াই, কখনো সীমান্ত অজুহাতে।
সূত্র: DM







