তারিখ প্রদর্শন

আফগানিস্তানে এক বছরে সহস্রাধিক শিক্ষা ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ

আফগানিস্তানে এক বছরে সহস্রাধিক শিক্ষা ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ
আফগানিস্তানে এক বছরে সহস্রাধিক শিক্ষা ও প্রশাসনিক ভবন পুনর্নির্মাণ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের শিক্ষা খাত উন্নয়নের অংশ হিসেবে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে সারাদেশে ৯৫৪টি শিক্ষা ও প্রশাসনিক ভবন পুনঃসংস্কার করা হয়েছে। একটি বৃহৎ পরিকল্পনার আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ ও তদারকি বিভাগের পরিচালক মৌলবি সামিউল হক হামাস জানান, এসব ভবন সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ৪৫৫ মিলিয়ন আফগানি।

অন্যদিকে ইসলামি ইমারাতের কর্মকর্তারা বারবার বলেছেন, শিক্ষার্থীদের জন্য একটি উপযুক্ত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে তাদের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর সংঘাতে ক্ষতিগ্রস্ত বহু বিদ্যালয় পুনঃসংস্কার করা হয়েছে। এখনও কিছু বিদ্যালয়ে সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। আফগানিস্তানের শিক্ষা খাত উন্নয়নের অংশ হিসেবেই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমাদের ফলো করুন