যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী পোস্ট করলেই ভিসা-গ্রিনকার্ড আবেদন বাতিল

যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী পোস্ট করলেই ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল
যুক্তরাষ্ট্রে ইহুদিবিরোধী পোস্ট করলেই ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল। ছবি: এআই

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিরোধী পোস্ট করা হলে, ভিসা বা বসবাসের অনুমতি বাতিল করা হবে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গতকাল বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

যেসব পোস্টে হামাস, হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহী গোষ্ঠীর মতো সংগঠনগুলোর সমর্থন থাকবে, সেগুলো ইহুদিবিরোধী হিসেবে বিবেচিত হবে। তবে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী আইন যেই বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়, এই পদক্ষেপটি সেখানে একটি নতুন বিতর্কের জন্ম দিবে।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, ‘যারা ইহুদিবিরোধী সহিংসতা বা সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়ে আছেন, তাদের আমেরিকায় আসার সুযোগ হবে না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব পোস্ট ইহুদিবিরোধী সন্ত্রাসবাদ বা কার্যকলাপকে সমর্থন করে, সেগুলো মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সুবিধা নির্ধারণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।

এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং এটি শিক্ষার্থী ভিসা ও মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ড আবেদনকারীদের ওপর প্রযোজ্য হবে।

আমাদের ফলো করুন