২৪ ঘন্টায় ইয়েমেনে আমেরিকার ১৪টি বিমান হামলা

বুধবার সকাল থেকে ইয়েমেনে ১৪টি আমেরিকান বিমান হামলা
বুধবার সকাল থেকে ইয়েমেনে ১৪টি আমেরিকান বিমান হামলা। ছবি: এ এ

বুধবার সকাল থেকে আজ পর্যন্ত ইয়েমেনের রাজধানী সানআ’য় আমেরিকার বিমান বাহিনী মোট ১৪টি হামলা করেছে। হুথি গোষ্ঠী এ তথ্য নিশ্চিত করেছে।

হুথি সমর্থিত টেলিভিশন চ্যানেল ‘আল মাসিরা’ জানায়, আমেরিকান বাহিনী সানায়ার বেনি হাসিশ জেলার রাজাম এলাকায় নতুন করে ৪টি হামলা করেছে। তবে এ হামলাগুলির বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

এর আগে বুধবার সকালে আমেরিকান বাহিনী সানায়ার পূর্বাঞ্চলের নাকম পর্বত লক্ষ্য করে ১০টি বিমান হামলা চালায়। এই বিমান হামলা ১৫ মার্চ থেকে শুরু হওয়া আমেরিকার আক্রমণেরই একটি অংশ। এসব হামলায় ১০৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২২৩ জন আহত হয়েছে। যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। তবে হুথি গোষ্ঠী নিশ্চিত করেছে, এতে গোষ্ঠীটির নিজেদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন। এমনকি তিনি হুথি গোষ্ঠীকে সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি দেন। তবে হুথি গোষ্ঠী ওই হুমকির প্রতি কোন গুরুত্ব দেয়নি। এমনকি ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালানো অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে আমেরিকার সমর্থনে দখলদার ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে। ফলে এসব আগ্রাসনে এখন পর্যন্ত ১,৬৬,০০০ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি ১১ হাজারেরও বেশি বেসামরিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

আমাদের ফলো করুন