নিউজনেস্ট

গাজা অভিযানে আপত্তিতে বিমানবাহিনীর ৯৭০ সদস্যকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

গাজা অভিযানে আপত্তিতে বিমানবাহিনীর ৯৭০ সদস্যকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের
গাজা অভিযানে আপত্তিতে বিমানবাহিনীর ৯৭০ সদস্যকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিমানবাহিনীর ৯৭০ জন পাইলট, কর্মকর্তা এবং সেনা সদস্যদের গাজায় সামরিক অভিযানে অংশ নিতে আপত্তি জানানোয় ইসরায়েলি কমান্ডাররা তাদের বহিষ্কারের হুমকি দিয়েছেন। গতকাল বুধবার ৯ই এপ্রিল ইসরায়েলি দৈনিক হারেৎজ সূত্রে মিডল ইস্ট মনিটর এই তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে গাজায় যুদ্ধ বন্ধ করাসহ অভিযানে অংশ না নেয়ার দাবি জানানো হয়েছে। এই চিঠিতে ৯৭০ জনের স্বাক্ষর রয়েছে। তাদের মধ্যে রয়েছেন নিয়মিত কর্মচারী, রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরা।

চিঠি পাওয়ার পর বিমানবাহিনীর শীর্ষ কমান্ডাররা স্বাক্ষরকারীদের সাথে যোগাযোগ করে বলেছেন, যারা তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন, কেবল তাদেরই বাহিনীতে থাকতে দেওয়া হবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, এই হুমকির পর মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজেদের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন।

স্বাক্ষরকারীরা অভিযোগ করেছেন, গাজায় চলমান সামরিক অভিযানটি রাজনৈতিক কারণে। ইসরায়েলের নিরাপত্তার সাথে এর কোন সম্পর্ক নেই। এই অবস্থায় ইসরাইলের বিমানবাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বারের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তারা এই হুমকির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

তবে সমালোচনার জবাবে শীর্ষ কমান্ডার নিজের সিদ্ধান্তের পক্ষে আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি বলেছেন, এটি শাস্তিমূলক কোনো পদক্ষেপ নয়, বরং যৌক্তিক সিদ্ধান্ত। কারণ, যারা স্বাক্ষর করেছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত