জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার ১০ই এপ্রিল ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিশ্রুতি দেন। ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামে দেওয়া ওই স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য বিএনপি ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ কর্মসংস্থান পরিকল্পনা প্রস্তুত করেছে। আমরা বিশ্বাস করি, সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।’
তিনি আরও লেখেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, একটি শক্তিশালী ও গতিশীল অর্থনীতি গড়ে তোলা, যেখানে সবাই তাদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন। দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব দেব।’
বিএনপি মহাসচিবের দাবি, ‘যুব সমাজের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দ্রুততম সময়ে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা সম্ভব। এর জন্য নীতিনির্ধারণী পর্যায়ে ব্যাপক সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে।’
এ সময় মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কেউ বেকার থাকবে না। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে।’
প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি বিভিন্ন সময়ে তাদের নীতিনির্ধারণী পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরছে। এরই অংশ হিসেবে মহাসচিবের এই প্রতিশ্রুতি এল বলে বিশ্লেষকরা মনে করছেন।
নিউজনেস্ট ডেস্ক
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link
- নিউজনেস্ট ডেস্ক#molongui-disabled-link