সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের এক নতুন জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ মার্কিনী এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। অথচ ২০২২ সালে এই হার ছিল ৪২ শতাংশ। অর্থাৎ দুই বছরের ব্যবধানে নেতিবাচক মনোভাব ১১ শতাংশ বেড়েছে।
জরিপে বলা হয়েছে, বয়স এবং দলীয় আনুগত্য নির্বিশেষে মার্কিনীরা ২০২৩ সালের ৭ অক্টোবরের আগের তুলনায় এখন ইসরায়েলের প্রতি কম সহানুভূতিশীল। বিশেষ করে গাজাবাসীর প্রতি ইসরায়েলি অমানবিক অত্যাচারের পর থেকে এই মনোভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
রিপাবলিকানদের মধ্যে, ৩৭ শতাংশই এখন ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন। ২০২২ সালে এই হার ছিল ২৭ শতাংশ। ডেমোক্র্যাটদের ক্ষেত্রে পরিস্থিতি আরও স্পষ্টতর। ২০২২ সালে যেখানে ৫৩ শতাংশ ডেমোক্র্যাট ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতেন, ২০২৪ সালে সেটি বেড়ে হয়েছে ৬৯ শতাংশ।
বয়সভিত্তিক বিভাজনও জরিপে স্পষ্টভাবে ধরা পড়েছে। রিপাবলিকানদের মধ্যে ৪৯ বছরের কম বয়সীদের মধ্যে ৫০ শতাংশই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
অন্যদিকে ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই বয়স শ্রেণির মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব আরও বেশি—৭১ শতাংশ।
এছাড়াও পিউ-এর জরিপে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বেশিরভাগ মার্কিনী চান না যে, যুক্তরাষ্ট্রের সরকার যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে রিয়েল এস্টেট উন্নয়নের জন্য দখল করুক। মার্কিন জনমত স্পষ্টভাবে এই ধরনের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তদুপরি জরিপে দেখা গেছে যে, মার্কিন জনগণের অর্ধেকেরও বেশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে আস্থা রাখেন না বা রাখতে চান না।
এই জরিপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাব দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটার ও ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ক্রমাগত হ্রাস পাচ্ছে।