ভারত সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ!

ভারত সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ!
ভারত সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ! ছবি: সংঘৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। হত্যার পর মরদেহটি ইছামতী নদীতে ফেলে দেয় তারা।

স্থানীয় সূত্র জানায়, নিহত ওয়াসিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় গরু আনার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে মরদেহ ইছামতী নদীতে ফেলে দেয়।

গতকাল শুক্রবার ১১ই এপ্রিল সকালে নিহত ওয়াসিমের মরদেহ নদীতে ভেসে ওঠে। তবে মরদেহটি নদীর ভারতীয় অংশে থাকায় এখনও বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তিনি জানান, বিএসএফের এমন নৃশংসতায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহতের পরিবার বলছে, ওয়াসিম পেশায় কৃষক হলেও আর্থিক অনটনের কারণে সীমান্তে গরু আনতে যেতেন। বিএসএফের হাতে নির্মমভাবে প্রাণ হারানোয় পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ চৌধুরী গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পতাকা বৈঠকের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মরদেহ হস্তান্তরের আশ্বাস দিয়েছে। তিনি আরও জানান, সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলছে, বিএসএফের গুলি কিংবা নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনা বাড়লেও এর সুষ্ঠু সমাধান এখনও হয়নি। আসক সরকারের কাছে কূটনৈতিকভাবে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা নতুন নয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রতিবছরই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। স্থানীয়দের দাবি, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বিএসএফের আচরণ নিয়ে দুই দেশের সরকারের মধ্যে কার্যকর আলোচনা প্রয়োজন।

আমাদের ফলো করুন