পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা মমতার
পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল কার্যকর না করার ঘোষণা মমতার। ছবি: সংগৃহীত

বিতর্কিত ওয়াকফ বিল পশ্চিমবঙ্গে কার্যকর না করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল শনিবার ১২ই এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিলটি পাসের পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। যেখানে দিন দিন বিক্ষোভ আন্দোলন আলো জোড়ালো হচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এলো।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা কোন ধরনের সহিংসতাকে সমর্থন করি না। কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তাদের প্রলোভনে পা দেবেন না।’

এ বিষয়ে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। পাশাপাশি দেশটির সর্বোচ্চ আদালতেও এই বিল বাতিলের দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি সাংবিধানিক বেঞ্চ এসব মামলার শুনানি শুরু করবে।

উল্লেখ্য, বিলটি পাসের পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত নতুন বিধানকে কেন্দ্র করে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এনিয়ে ভারতের বিভিন্ন জায়গায় সাধারণ মুসলিম ও প্রশাসনের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আমাদের ফলো করুন