টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। গতকাল শনিবার ১২ই এপ্রিল সন্ধ্যার পর জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
এর আগে কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। আরেকটিতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।’
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, গত ৮ এপ্রিল সকাল ৮টায় আদানির দুটি ইউনিট থেকে ১,৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল। তবে পরে কারিগরি ত্রুটি দেখা দিলে দুই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে দাঁড়ায় ৮৯৪ মেগাওয়াটে। ওই দিন সকাল ১০টায় একটি ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। অপর ইউনিট থেকে তখন ৭৬২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। আজ দ্বিতীয় ইউনিটটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে আদানি গ্রুপ কোন বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি।
ইঞ্জিনিয়ার রেজাউল করিম আরও জানান, ঘাটতি পূরণে দেশের নিজস্ব বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ বাড়িয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।







