তারিখ প্রদর্শন

আফগানিস্তানের ডুমুর রপ্তানিতে ১৬৫ মিলিয়ন ডলারের রেকর্ড আয়!

আফগানিস্তানের ডুমুর রপ্তানিতে ১৬৫ মিলিয়ন ডলারের রেকর্ড আয়!
আফগানিস্তানের ডুমুর রপ্তানিতে ১৬৫ মিলিয়ন ডলারের রেকর্ড আয়! ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কৃষিপণ্য এখন বিশ্ববাজারে বেশ প্রশংসনীয় জায়গা করে নিচ্ছে। দেশটি গত বছরে প্রায় ৩৩ হাজার টন শুকনো ডুমুর রপ্তানি করেছে। এ থেকে আয় হয়েছে ১৬৫ মিলিয়ন ডলার।

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ জানিয়েছেন, আফগানিস্তানের এই ডুমুর মূলত ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ওমান, কাতার, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে রপ্তানি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের কৃষিপণ্য এখন বৈশ্বিক বাজারে ভালোই গ্রহণযোগ্যতা পাচ্ছে। স্থানীয় কৃষকদের জন্য এটি বড় সুযোগ।’

এর আগে আফগানিস্তান থেকে ১১ মাসে ১৪ মিলিয়ন ডলারের পাইন বাদাম রপ্তানির কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া কৃষি রপ্তানি আয়ে এ ধারাবাহিক সাফল্য আফগান অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে বলেও মনে করেন তিনি।

আমাদের ফলো করুন