নিউজনেস্ট

আফগানে গ্রামীণ উন্নয়নে জোয়ার: ৫৫৩ মিলিয়ন আফগানি ব্যয়ে ৪০৫টি প্রকল্পের উদ্বোধন

আফগানে গ্রামীণ উন্নয়নের নব জোয়ার: ৫৫৩ মিলিয়ন আফগানি মূল্যের ৪০৫টি প্রকল্পের উদ্বোধন
আফগানে গ্রামীণ উন্নয়নের নব জোয়ার: ৫৫৩ মিলিয়ন আফগানি মূল্যের ৪০৫টি প্রকল্পের উদ্বোধন। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের লাঘমান প্রদেশে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সম্পন্ন হয়েছে মোট ৪০৫টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে লাঘমান প্রদেশের আলিশিং ও বাদপাখ জেলায় ২৭৮ মিলিয়ন আফগানি ব্যয়ে ২৪৪টি এবং আলিনগর জেলায় ২৭৫ মিলিয়ন আফগানি ব্যয়ে ১৬১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা।

কী কী কাজ হয়েছে এই প্রকল্পে?

গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে যেসব কাজ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • কাঁচা রাস্তা পাকাকরণ
  • কৃষি খাল নির্মাণ ও পরিষ্কার
  • সেতু ও ড্রেন নির্মাণ
  • রাস্তাঘাটে ফুটপাত ও প্রতিরক্ষা প্রাচীর তৈরি

মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নে একদিকে যেমন কৃষি কার্যক্রমে গতি আসবে, তেমনই গ্রামীণ মানুষের চলাচলে সুবিধা হবে। পাশাপাশি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতেও এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, এই উন্নয়নগুলো শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, পুরো গ্রামের অর্থনৈতিক ব্যবস্থাকেও সচল করবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে এমন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার দেওয়া হবে।

উপমহাদেশ ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত