নতুন করে আরাকান ও চীন রাজ্যের ২০ শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী

নতুন করে আরাকান ও চীন রাজ্যের ২০ শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী
নতুন করে আরাকান ও চীন রাজ্যের ২০ শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা বাহিনী। ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক জান্তা বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়েছে। দেশের পশ্চিমাঞ্চলের আরাকান ও চীন—এই দুই রাজ্যের ২৬টি শহরের মধ্যে ২০টির নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি সেনাবাহিনী। সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি এবং ‘চীন ব্রাদার্স এলায়েন্স-এর যৌথ আক্রমণে একে একে দখল হারাতে থাকে শহরগুলো। বিশ্লেষকদের মতে, এই অবস্থাকে সামরিক সরকারের জন্য এক অপূরণীয় ধাক্কা বলেই বিবেচনা করা হচ্ছে।

আরাকান রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১৪টিই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সরকারি সেনাদের হাতে রয়ে গেছে মাত্র তিনটি শহর—সিত্তে, কিয়াউকফিউ ও মানাউং। এই তিনটি শহরেও চলছে টানা হামলা ও সংঘর্ষ। বিশেষ করে সিত্তে শহরটি যেকোনো সময় ভয়াবহ রণক্ষেত্রে রূপ নিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

চীন রাজ্যের পরিস্থিতিও একইরকম। ৯টি শহরের মধ্যে ৬টি দখল করে নিয়েছে ‘চীন ব্রাদার্স এলায়েন্স’। হাকা, থানতলাং এবং তিদিম—এই তিনটি শহরেই কেবল টিকে আছে সামরিক বাহিনী। আরাকান আর্মি ইতোমধ্যে চীন রাজ্যের পালেটওয়া শহর দখলে নিয়েছে। অন্যদিকে মাটুপি, মিনদাত, কানপেতলেট ও ফালাম শহরগুলো এখন ‘চীন ব্রাদার্স’ এবং মিত্র বাহিনীর নিয়ন্ত্রণে।

এই সামরিক উত্তেজনার কারণে সবচেয়ে বিপদের মধ্যে পড়েছে সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠী। এ সহিংসতার মধ্যে অনেক মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতি, সহিংসতা, নিপীড়ন ও জবরদস্তিমূলক নিয়োগের শিকার হয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে সন্ত্রাসী আরাকান আর্মি জান্তা বাহিনীর বিরুদ্ধে পুরোদমে অভিযান শুরু করে। প্রথম ধাপে তারা একের পর এক শহর দখল করতে থাকে। চলমান সংঘর্ষে স্পষ্ট হয়ে উঠেছে যে, মিয়ানমারের সামরিক সরকার পশ্চিমাঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

আমাদের ফলো করুন