নিউজনেস্ট

আইইএ স্পেশাল পুলিশ বাহিনীর সফল অভিযানে অপহরণকারী চক্র গ্রেপ্তার

আফগানের আইইএ স্পেশাল পুলিশ বাহিনীর সফল অভিযানে অপহরণকারী চক্র গ্রেপ্তার
আফগানের আইইএ স্পেশাল পুলিশ বাহিনীর সফল অভিযানে অপহরণকারী চক্র গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি কুখ্যাত অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করেছে ইসলামি ইমারতের স্পেশাল পুলিশ ফোর্স। বিশেষ একটি অভিযানে চক্রটির সব সদস্যকে আটক করে ফোর্সটি। তারা দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজিসহ জননিরাপত্তা বিঘ্ন করার মতো নানা গুরুতর অপরাধে জড়িত ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল। তারা সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের ভয়ে চুপ থাকতেন।

তবে আইইএ স্পেশাল পুলিশ বাহিনী দীর্ঘদিন ধরে এই চক্রের ওপর নজর রাখছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে একটি পরিকল্পিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও কিছু নথিপত্র।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের শিগগিরই আদালতে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অভিযানের পর শহরে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এসব অপরাধীদের দমন করতে এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।

উপমহাদেশ ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত