নিউজনেস্ট

গাজায় নির্মম হত্যাযজ্ঞ নিয়ে প্রশ্ন তোলায় ইসরায়েলের তোপের মুখে জার্মানি

গাজায় নির্মম হত্যাযজ্ঞ নিয়ে প্রশ্ন তোলায় ইসরায়েলের তোপের মুখে জার্মানি
গাজায় নির্মম হত্যাযজ্ঞ নিয়ে প্রশ্ন তোলায় ইসরায়েলের তোপের মুখে জার্মানি। ছবি: নিউজনেস্ট

গাজার এক হাসপাতালে বর্বরোচিত হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তোলায় এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার ১৪ই এপ্রিল সামাজিক মাধ্যম এক্স-এ এই বিষয়ে মন্তব্য করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত রবিবার উত্তর গাজার আল আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি ইহুদিবাদী সন্ত্রাসীরা। ইসরায়েলের দাবি, হামলার আগে হাসপাতালে কর্মরতদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সরে যাওয়ার জন্য খুব বেশি সময় দেওয়া হয়নি বলে সমালোচনা তৈরি হয়েছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ডাব্লিওএএফএ জানায়, হামলার আগে সরে যাওয়ার জন্য ১৮ মিনিট সময় দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, হাসপাতালটিতে প্রায় শতাধিক রোগী ছিলেন যাদেরকে এতো অল্প সময়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি৷ তাছাড়া সরিয়ে নিয়ে যাওয়ার সময় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় এক শিশু মারা গেছে।

এই ঘটনার পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এবং দেশটির পররাষ্ট্র দপ্তর এক্স-এ দেওয়া এক বার্তায় জানায়, ‘হামাসের নিষ্ঠুর সন্ত্রাসীদের অবশ্যই প্রতিহত করতে হবে। তবে আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক স্থাপনা সুরক্ষার বাধ্যবাধকতার কথাও তো বলা রয়েছে। ২০ মিনিটের কম সময়ে কীভাবে একটি হাসপাতাল থেকে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব?’ জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে।

দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাটি ছিল একটি সুপরিকল্পিত একটি ঘটনা। কেননা ভবনটিকে ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাস ব্যবহার করতো। হামলার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে বলে জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ আফজাল হোসেন
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত