পাকিস্তান ফেরত শরণার্থীদের জন্য ডুরান্ড রেখা সংলগ্ন এলাকায় শত শত শিবির স্থাপন করেছে ইসলামি ইমারাত। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শরণার্থীদের অস্থায়ী আবাসনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে এবং সেবা কার্যক্রমও শুরু হয়েছে।
ইসলামি ইমারাতের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ—এর মধ্যে ইসলামি সেনাবাহিনীও রয়েছে—সমন্বিতভাবে এই কার্যক্রমে অংশ নিচ্ছে। শরণার্থীদের জন্য খাদ্য, চিকিৎসা, পানীয় এবং নিরাপত্তাসহ মৌলিক সেবার ব্যবস্থা করা হয়েছে।
ইমারাত কর্তৃপক্ষ বলছে, পাকিস্তান থেকে স্বেচ্ছায় ফিরে আসা নাগরিকদের সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরও জানান, প্রয়োজন হলে ভবিষ্যতে আরও শিবির স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অবস্থানরত বহু আফগান নাগরিক নিজ দেশে ফিরে আসছেন। ফলে সীমান্ত অঞ্চলে চাপ বেড়েছে। সেই পরিস্থিতি সামাল দিতেই ইসলামিক আমিরাত এ ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
সূত্র: কেএফএল
উপমহাদেশ ডেস্ক
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link
- উপমহাদেশ ডেস্ক#molongui-disabled-link