ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরুদ্ধে একাধিক মামলার শুনানি আজ

ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরুদ্ধে একাধিক মামলার শুনানি আজ
ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরুদ্ধে একাধিক মামলার শুনানি আজ। ছবি: সংগৃহীত

আজ বুধবার ১৬ই এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হবে বহুল আলোচিত ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এর বিরুদ্ধে দায়ের করা একাধিক রিট আবেদনের।

সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত কজ লিস্ট অনুযায়ী, প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে. ভি. বিশ্বনাথন নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ আজ এই মামলাগুলোর শুনানি করবেন।

সম্প্রতি ওয়াকফ আইন ১৯৯৫-এ আনা সংশোধনীগুলোর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে একাধিক পক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আবেদনে কংগ্রেস, এআইএমআইএম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দসহ আরও কয়েকটি সংগঠন ও ব্যক্তি এই সংশোধনীকে মুসলিমদের ধর্মীয় ও সংখ্যালঘু অধিকার লঙ্ঘনকারী বলে উল্লেখ করেছে।

কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাওয়েদ তার আবেদনে উল্লেখ করেন, সংশোধনীটি সংবিধানের ১৪, ২৫, ২৬, ২৯ ও ৩০০-এর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। একইভাবে আসাদউদ্দিন ওয়াইসিও সংবিধানের একাধিক অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আসাম ও উত্তরাখণ্ড সুপ্রিম কোর্টে আইনটির পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া হিন্দু সেনাও একটি হস্তক্ষেপ আবেদন দায়ের করে দাবি করেছে, ১৯৯৫ সালের মূল ওয়াকফ আইনের কিছু ধারার কারণে মুসলিমবহির্ভূতদের সম্পত্তি অন্যায়ভাবে ওয়াকফ বোর্ড অধিগ্রহণ করা হয়। যা সংশোধনীর মাধ্যমে ঠিক করা হয়েছে।

আজকের এই শুনানি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টে আজকের রায় বা পর্যবেক্ষণ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, সম্পত্তির মালিকানা ও সাংবিধানিক ব্যাখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

আমাদের ফলো করুন