ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায় গত বুধবার এক আন্তঃধর্মীয় যুগলকে বিয়ের রেজিস্ট্রি করতে যাওয়ার পথে হিন্দুত্ববাদী গোষ্ঠীর গুণ্ডারা হামলা চালায়। ‘লাভ জিহাদ’ এর অভিযোগে এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
মোহাম্মদ রেহান ও প্রগতি নামের এই যুগল গত দুই বছর ধরে সম্পর্কে ছিলেন এবং সেদিন জেলা কোর্টে বিয়ে রেজিস্ট্রি করতে যাচ্ছিলেন। জেলা রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছানোর পর হঠাৎ করেই একদল গুণ্ডা তাদের ঘিরে ধরে মারধর শুরু করে।
প্রগতি সেদিন বোরকা পরা ছিলেন, যা দেখে উত্তেজিত হয়ে ওঠে হামলাকারীরা। তারা রেহানকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করতে থাকে। প্রগতি চেষ্টা করেন রেহানকে রক্ষা করতে। কিন্তু শেষমেশ রেহান প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হন, আর প্রগতিকে একা ফেলে যান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রগতিকে উদ্ধার করে কাকোরি থানায় নিয়ে যায়। পরে সেখানে তিনি একটি এফআইআর দায়ের করেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে প্রগতি বলেন, ‘আমরা আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী বিয়ে করতে যাচ্ছিলাম। সংবিধান আমাদের এই অধিকার দেয়।’
এখন পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।
সূত্র: এমএম







